Menu

নবম শ্রেণির ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মডেল প্রশ্ন ২, History 9 1st Summative Model Questions Set 2

নবম শ্রেণির ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মডেল প্রশ্ন ২, History 9 1st Summative Model Questions Set 2

Set 2

বিভাগ-ক

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

১.১ ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছেন? – (ক) রুশো (খ) মস্তেস্কু (গ) ভলতেয়ার (ঘ) ষোড়শ লুই.

১.২ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন – (ক) আলফ্রেড তোবান (খ) গোল্ড স্মিথ (গ) ষোড়শ লুই (ঘ) অ্যাডাম স্মিথ.

১.৩ ফরাসি বিপ্লবের জনক বলা হয় প্রখ্যাত দার্শনিক – (ক) রুশো (খ) ভলতেয়ার (গ) মস্তেস্কু (ঘ) এলেমবার্ট কে।

১.৪ বিপ্লবের সন্তান বলা হয় প্রখ্যাত দার্শনিক – (ক) নেপোলিয়ন (খ) রোবসপিয়ার (গ) মিরাবোঁ (ঘ) রুশো কে।

১.৫ ‘ওয়ার অ্যান্ড পিস’ উপন্যাসটির লেখক হলেন – (ক) তলস্তয় (খ) হেগেল (গ) মিলটন (ঘ) জন রাসকিনস্।

১.৬ টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল – (ক) ১৮০৭ খ্রিস্টাব্দে (খ) ১৮০৮ খ্রিস্টাব্দে (গ) ১৮০৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৮১০ খ্রিস্টাব্দে।

আরো পড়ুন :  নবম শ্রেণির ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মডেল প্রশ্ন ১, History 9 1st Summative Model Questions Set 1

১.৭ চতুর্থ শক্তিজোট গঠিত হয় – (ক) ১৮১০ খ্রিস্টাব্দে (খ) ১৮১১ খ্রিস্টাব্দে (গ) ১৮১২ খ্রিস্টাব্দে (ঘ) ১৮১২ খ্রিস্টাব্দে।

১.৮ বাস্তিল দুর্গের পতন হয় – (ক) ১৪ জুলাই ১৭৮৯ (খ) ২০ জুন ১৭৮৯ (গ) ৪ আগস্ট ১৭৮৯ (ঘ) ২৫ ডিসেম্বর ১৭৮৯।

১.৯ ‘জনগণের ইচ্ছায় রাষ্ট্রের উৎপত্তি’ – মন্তব্য করেন – (ক) পঞ্চদশ লুই (খ) ভলতেয়ার (গ) রুশো (ঘ) রোবসপিয়ার।

১.১০ ফ্রান্সে শ্রম কর বা বেগার খাটাকে বলা হত – (ক) করভি (খ) টেইলি (গ) টাইথ (ঘ) গ্যাবেল।

বিভাগ-খ

২। নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছয়টি) :

২.১ ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী কী?

২.২ ফরাসি পার্লামেন্টকে কী বলা হত?

২.৩ সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে?

২.৪ দ্বিতীয় শক্তিজোট কোন্ কোন্ দেশ নিয়ে গঠিত?

২.৫ কোড নেপোলিয়নে কয়টি ধারা আছে?

আরো পড়ুন :  নবম শ্রেণির ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মডেল প্রশ্ন ১, History 9 1st Summative Model Questions Set 1

২.৬ কোন্ অভিযানে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ক্ষতিগ্রস্ত হয়?

২.৭ কোড নেপোলিয়নের ১টি উদ্দেশ্য লেখো।

বিভাগ-গ

৩। নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি) :

৩.১ নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়?

৩.২ লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন?

৩.৩ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলার তিনটি কারণ লেখো।

৩.৪ ফ্রান্সে তৃতীয় সম্প্রদায়কে কী কী কর দিতে হত?

৩.৫ নেপোলিয়ন কীভাবে ক্ষমতা লাভ করেন?

বিভাগ-ঘ

৪। নীচের প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাও (যে-কোনো দুটি) :

৪.১ নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন কেন। এর ফল কী হয়?

৪.২ সংবিধান সভার প্রশাসনিক কার্যাবলি বর্ণনা করো।

৪.৩ নেপোলিয়নের ক্ষমতা লাভের সংক্ষিপ্ত পরিচয় দাও।

বিভাগ-ঙ

৫। নীচের প্রশ্নগুলির পনেরো-যোলোটি বাক্যে উত্তর দাও (যে-কোনো একটি) :

৫.১ ১৭৮৯ খ্রিস্টাব্দে ঘোষিত মানুষ ও নাগরিকের অধিকার সম্পর্কে লেখো।

৫.২ ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা উল্লেখ করো।

৫.৩ কোড নেপোলিয়নের উদ্দেশ্য কী কী? এই কোডের ধারাগুলি আলোচনা করো।

আরো পড়ুন :  নবম শ্রেণির ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মডেল প্রশ্ন ১, History 9 1st Summative Model Questions Set 1

উত্তরপত্র Set 2

১.১ ভলতেয়ার

১.২ অ্যাডাম স্মিথ

১.৩ রুশো

১.৪ নেপোলিয়ানকে

১.৫ তলস্তয়

১.৬ ১৮০৭

১.৭ ১৮১২

১.৮ ১৪ জুলাই, ১৭৮৯

১.৯ রুশো

১.১০ করভি


ইতিহাসের অন্য মডেল সেট ১ – ১৩

  • History 9 1st Summative Model Set 1
  • History 9 1st Summative Model Set 2
  • History 9 1st Summative Model Set 3
  • History 9 1st Summative Model Set 4
  • History 9 1st Summative Model Set 5
  • History 9 1st Summative Model Set 6
  • History 9 1st Summative Model Set 7
  • History 9 1st Summative Model Set 8
  • History 9 1st Summative Model Set 9
  • History 9 1st Summative Model Set 10
  • History 9 1st Summative Model Set 11
  • History 9 1st Summative Model Set 12
  • History 9 1st Summative Model Set 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!