Menu

নবম শ্রেণির ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মডেল প্রশ্ন ১, History 9 1st Summative Model Questions Set 1

নবম শ্রেণির ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মডেল প্রশ্ন ১, History 9 1st Summative Model Questions Set 1

Set 1

বিভাগ-ক

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১*৮=৮

১.১ ‘আমিই রাষ্ট্র’-এই উক্তিটি করেন ফরাসি রাজা – (ক) ত্রয়োদশ লুই (খ) চতুর্দশ লুই (গ) পঞ্চদশ লুই (ঘ) ষোড়শ লুই।

১.২ ‘দ্য স্পিরিট অফ দ্য লজ’ গ্রন্থটি লিখেছিলেন – (ক) রুশো (খ) মন্তেস্কু (গ) ভলতেয়ার (ঘ) কার্ল মার্কস।

১.৩ ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের উপর ধার্য করের নাম ছিল – (ক) কপিতাসিয়ঁ (খ) গ্যাবেল (গ) ভ্যাঁন্তিয়াম (ঘ) এইদস।

১.৪ ‘ডাইরেকটরি’ নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন শুরু হয়েছিল – (ক) ইংল্যান্ডে (খ) ফ্রান্সে (গ) ইটালিতে (ঘ) রাশিয়ায়।

১.৫ ‘দ্বিতীয় জাস্টিনিয়ান’ নামে অভিহিত হন – (ক) নেপোলিয়ন (খ) বিসমার্ক (গ) মেটারনিখ (ঘ) ষোড়শ লুই।

আরো পড়ুন :  নবম শ্রেণির ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মডেল প্রশ্ন ২, History 9 1st Summative Model Questions Set 2

১.৬ টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল – (ক) ১৮০৭ সালে (খ) ১৮০৫ সালে (গ) ১৮০৬ সালে (ঘ) ১৮১৩ সালে।

১.৭ নেপোলিয়ন বোনাপার্টের জন্ম হয়েছিল – (ক) সেন্ট হেলেনা দ্বীপে (খ) কর্সিকায় (গ) মেডেনা শহরে (ঘ) এলবা দ্বীপে।

১.৮ ফরাসি জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করেন, ১৭৮৯ খ্রিস্টাব্দের – (ক) ১০ ফেব্রুয়ারি (খ) ১৯ মার্চ (গ) ১৭ জুন (ঘ) ১৪ জুলাই

বিভাগ-খ

২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ১*৮=৮

২.১ একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি) : ১*৪=৪

২.১.১ ‘লেতর দ্য ক্যাশে’ কী?

২.১.২ ‘কনফেডারেশন অব দ্য রাইন’ কে প্রতিষ্ঠা করেন?

২.১.৩ নেপোলিয়নের মস্কো অভিযানের সময় রুশ সেনাপতি কে ছিলেন?

২.১.৪ কবে রাজা ষোড়শ লুইকে প্রাণদণ্ড দেওয়া হয়?

২.১.৫ ওয়াটার লুর যুদ্ধ কবে হয়েছিল?

২.২ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও : ১*৪=৪

বামস্তন্তডানস্তম্ভ
২.২.১ অ্যাডাম স্মিথ(ক) কাঁদিদ
২.২.২ সিজালপাইন প্রজাতন্ত্র(খ) ব্যাংক অফ ফ্রান্স
২.২.৩ ভলতেয়ার(গ) দ্য ওয়েলথ অফ নেশনস
২.২.৪ নেপোলিয়ন(ঘ) ইটালি

বিভাগ-গ

৩। নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো আটটি) : ২*৮=১৬

৩.১ ফ্রান্সে ‘তৃতীয় সম্প্রদায়’ কারা ছিল?

আরো পড়ুন :  নবম শ্রেণির ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মডেল প্রশ্ন ২, History 9 1st Summative Model Questions Set 2

৩.২ পোড়ামাটির নীতি বলতে কী বোকো?

৩.৩ ‘ইনটেনডেন্ট’ কাদের বলা হত?

৩.৪ ‘পিলনিৎসের ঘোষণাপত্র’ বলতে কী বোঝো?

৩.৫ নেপোলিয়নকে কোন্ দ্বীপে নির্বাসিত করা হয়?

৩.৬ ‘করভি’ এবং ‘টাইথ’ কী ধরনের কর ছিল?

৩.৭ কারা ‘ফিজিওক্র্যাটস’ নামে পরিচিত?

৩.৮ ‘একশো দিনের রাজত্ব’ কে, কোথায় প্রবর্তন করেছিলেন?

৩.৯ ‘কোড নেপোলিয়ন’ কী?

৩.১০ ট্রাফালগারের নৌযুদ্ধ কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে হয়েছিল?

বিভাগ-ঘ

৪। প্রশ্নগুলির পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও (যে-কোনো একটি) : ৮*১=৮

৪.১ ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান আলোচনা করো।

৪.২ মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝো? নেপোলিয়নের পতনে এই ব্যবস্থার ভূমিকা কী ছিল?

আরো পড়ুন :  নবম শ্রেণির ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মডেল প্রশ্ন ২, History 9 1st Summative Model Questions Set 2

উত্তরপত্র

১.১ চতুর্দশ লুই

১.২ মন্তেস্ক্যু

১.৩ গ্যাবেলা

১.৪ ফ্রান্সে

১.৫ নেপোলিয়ান

১.৬ ১৮০৭

১.৭ কর্সিকা দ্বীপে

১.৮ ১৪ জুলাই


২.১.১ বিপ্লব-পূর্ব ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা

২.১.২ নেপোলিয়ান

২.১.৩ কুতুজভ

২.১.৪ ১৭৯৩

২.১.৫ ১৮১৫


২.২.১ দ্য ওয়েলথ অব নেশনস

২.২.২ ইতালি

২.২.৩ কাঁদিদ

২.২.৪ ব্যাংক অব ফ্রান্স


৩ নং দাগের উত্তর

৪ নং দাগের উত্তর


ইতিহাসের অন্য মডেল সেট ১ – ১৩

  • History 9 1st Summative Model Set 1
  • History 9 1st Summative Model Set 2
  • History 9 1st Summative Model Set 3
  • History 9 1st Summative Model Set 4
  • History 9 1st Summative Model Set 5
  • History 9 1st Summative Model Set 6
  • History 9 1st Summative Model Set 7
  • History 9 1st Summative Model Set 8
  • History 9 1st Summative Model Set 9
  • History 9 1st Summative Model Set 10
  • History 9 1st Summative Model Set 11
  • History 9 1st Summative Model Set 12
  • History 9 1st Summative Model Set 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!