Menu

ইতিহাসের ধারণা, দশম শ্রেণির ইতিহাস, Class 10 History

Last Update : March 8, 2024

দশম শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে MCQ, SAQ, ব্যাখ্যাধর্মী, রচনাধর্মী প্রশ্নের উত্তর দেওয়া হল।

ইতিহাসের ধারণা, দশম শ্রেণির ইতিহাস, Class 10 History

বহুবিকল্প প্রশ্ন

  1. হিস্টোরিওগ্রাফি (Historiography) কথার অর্থ হল – ইতিহাসের উপাদান/ ইতিহাসের লেখচিত্র/ ঐতিহাসিক যুদ্ধ/ ইতিহাসচর্চা।
  2. বিংশ শতকের নয়া সামাজিক ইতিহাসচর্চার ধারণা গুরুত্ব লাভ করেছে – ৪০-এর দশকে/ ৫০-এর দশকে/ ৬০-এর দশকে/ ৭০-এর দশকে।
  3. নতুন সামাজিক ইতিহাস রচনার একটি বৈশিষ্ট্য হল – প্রাতিষ্ঠানিক ইতিহাসের উপর গুরুত্ব আরোপ/ সাধারণ মানুষের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ/ রাজাদের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ/ অভিজাতদের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ।
  4. দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ইতিহাসচর্চা করেন – জাতীয়তাবাদী ঐতিহাসিকরা/ সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা/ মার্কসবাদী ঐতিহাসিকরা/ নিম্নবর্গের ঐতিহাসিকরা।
  5. ‘The Annales’ পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন – জি এস সরদেশাই/ লুসিয়েন ফেবর/ জুরগেন কোকা/ কিথ টমাস।
  6. ভারতে ‘নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক’ হলেন – রণজিৎ গুহ/ অমলেশ ত্রিপাঠী/ সুমিত সরকার/ রামচন্দ্র গুহ।
  7. ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থটি রচনা করেন – কার্ল মার্কস/ গিবস/ ট্রেভেলিয়ান/ র‍্যাংকে।
  8. ইউরোপে ক্রীড়া ইতিহাসের চর্চা শুরু হয় – ১৯৩০-এর দশকে/ ১৯২০-এর দশকে/ ১৯৪০-এর দশকে/ ১৯৭০-এর দশকে।
  9. ইন্টারন্যাশনাল জার্নাল অফ দ্য হিস্ট্রি অফ স্পোর্টস’ প্রকাশিত হয় – ইংল্যান্ড থেকে/ জার্মানি থেকে/ ফ্রান্স থেকে/ ভারত থেকে।
  10. রামচন্দ্র গুহ ক্রীড়া ঐতিহাসিক হিসেবে যে খেলার ইতিহাসচর্চার জন্য বিশেষ খ্যাতিলাভ করেছেন, সেটি হল – ফুটবল/ ক্রিকেট/ হকি/ কাবাডি।
  11. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন – ইংরেজরা/ ফরাসিরা/ ওলন্দাজরা/ পোর্তুগিজরা।
  12. মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল – ১৮৯০ খ্রিস্টাব্দে/ ১৯১১ খ্রিস্টাব্দে/ ১৯০৫/ ১৯১৭ সালে।
  13. বাংলায় প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই হল – বামাবোধিনী/ আমিষ-নিরামিষ/ পাকপ্রণালী/ পাকরাজেশ্বর
  14. ইন্ডিয়া: ফুড অ্যান্ড কুকিং’ গ্রন্থটির রচয়িতা হলেন – প্যাট চ্যাপম্যান/ কে টি আচায়/ ক্লদ মার্কোভিটস/ র‍্যাচেল কারসেন।
  15. ‘এ হিস্টোরিক্যাল ডিশনারি অফ ইন্ডিয়ান ফুড’ গ্রন্থটি রচনা করেন – কে টি আচয়/ পঙ্কজ কুমার/ বেলা দে/ এমা টারলো।
  16. ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে – পোর্তুগিজ/ মুঘল/ ইংরেজ/ ওলন্দাজ।
  17. ভারতে ধ্রুপদি নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল – ভারতনাট্যম/ মণিপুরি/ কথাকলি/ কথক।
  18. দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন – চলচ্চিত্রের সঙ্গে/ ক্রীড়া জগতের সঙ্গে/ স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে/ পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে।
  19. সুবর্ণরেখা চলচ্চিত্রের পরিচালক – ঋত্বিক ঘটক/ সত্যজিৎ রায়/ মৃণাল সেন/ তপন সিংহ।
  20. ‘ভারতের নাট্যশাস্ত্র’ গ্রন্থটির ইতিহাস অন্তর্গত হবে – সামাজিক ইতিহাসের/ শিল্পচর্চার ইতিহাসের/ দৃশ্যশিল্পের ইতিহাসের/ খেলার ইতিহাসের।
  21. সপ্তদশ শতকে ইংল্যান্ডের একজন পোশাক সংস্কারকের নাম হল – এমা টারলো/ জন লিভাইস/ মিসেস স্টানটন/ গ্রোভ।
  22. ভারতীয় পোশাকের নৃতাত্ত্বিক বিশ্লেষণের উপর গুরুত্ব দেন – অরেলস্টাইন/ জন মার্শাল/ কানিংহাম/ কর্নেল ডালটন।
  23. ইউরোপে শিল্পবিপ্লবের আগে ঘটেছিল – যোগাযোগ বিপ্লব/ আর্থিক বিপ্লব/ রাজনৈতিক বিপ্লব/ সামরিক বিপ্লব।
  24. ইউরোপে যানবাহনের চলাচলের ক্ষেত্রে বাষ্পশক্তির ব্যবহার শুরু হয় – সপ্তদশ শতকে/ অষ্টাদশ শতকে/ উনবিংশ শতকে/ বিংশ শতকে।
  25. পিচঢালা রাস্তা নির্মাণ করেন – জন ম্যাকাডাম/ হামফ্রে ডেভি/ জর্জ স্টিফেনসন/ আইনস্টাইন।
  26. ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় – বোম্বে থেকে থানে পর্যন্ত/ দিল্লি থেকে থানে পর্যন্ত/ বোম্বে থেকে দিল্লি পর্যন্ত/ দিল্লি থেকে কলকাতা পর্যন্ত।
  27. ‘ইন্ডিয়ান রেলওয়েস : গ্লোরিয়াস ১৫০ ইয়ারস’ গ্রন্থটির রচয়িতা হলেন – আর আর ভাণ্ডারী/ যদুনাথ সরকার/ নীতিন সিনহা/ পঙ্কজ কুমার।
  28. কলকাতায় প্রথম ক্যামেরা এসেছিল – ১৮৩০ খ্রিস্টাব্দে/ ১৮৪০ খ্রিস্টাব্দে/ ১৮২০ খ্রিস্টাব্দে/ ১৮৫০ খ্রিস্টাব্দে।
  29. রামকিঙ্কর বেইজ যে ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন – সাহিত্য/ চলচ্চিত্র/ চিত্রকলা/ সংগীত চর্চা।
  30. বাংলার দেবদেউল নিয়ে যারা গবেষণায় রত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন – অমিয়কুমার বন্দ্যোপাধ্যায়/ কানিংহাম/ জেমস ফার্গুসন/ পার্সি ব্রাউন। 
  31. ‘বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম’ প্রতিষ্ঠা করেন – রাখালদাস বন্দ্যোপাধ্যায়/ রমেশচন্দ্র মজুমদার/ যদুনাথ সরকার/ অক্ষয়কুমার মৈত্রেয়
  32. ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম হল – রাজতরঙ্গিনী/ বেদ/ মহাভারত/ রামায়ণ।
  33. কলহনের ‘রাজতরঙ্গিনী’-র ইতিহাস অন্তর্গত হবে – সামরিক ইতিহাসের/ খেলাধুলার ইতিহাসের/ স্থানীয় ইতিহাসের/ পরিবেশের ইতিহাসের।
  34. মারাঠা জাতির ইতিহাস রচনা করেন – রাখালদাস বন্দ্যোপাধ্যায়/ জি এস সরদেশাই/ কলহন/ মাইকেল ওয়েবার। 
  35. নগরায়ণ প্রক্রিয়া নিয়ে চর্চা করা হয় – শহরের ইতিহাসে/ স্থানীয় ইতিহাসে/ জাতীয় ইতিহাসে/ বিশ্ব ইতিহাসে।
  36. ‘বাণিজ্য শহর’ বলা হয় – কলকাতাকে/ মুম্বাইকে/ গুজরাটকে/ বিহারকে।
  37. ‘সংস্কৃতির শহর’ বলা হয় – কলকাতাকে/ লখনউকে/ সুরাটকে/ মুম্বাইকে।
  38. সামরিক ইতিহাসচর্চা প্রথম শুরু হয় – রোমান সাম্রাজ্যে/ ইংল্যান্ডে/ ফ্রান্সে/ জার্মানিতে।
  39. ‘দ্য মিলিটারি সিস্টেম অফ দ্য মারাঠাস’ গ্রন্থটির লেখক হলেন – কৌশিক রায়/ যদুনাথ সরকার/ রমেশচন্দ্র মজুমদার/ সুরেন্দ্রনাথ সেন। 
  40. ‘মিলিটারি হিস্ট্রি অফ মিডাইভাল ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন – যদুনাথ সরকার/ ইরফান হাবিব/ সতীশচন্দ্র/ জি এস সাঁধু। 
  41. ‘দ্য গ্রেট ওয়ার ১৯১৪-১৮’ গ্রন্থটির লেখক ছিলেন – লুই ম্যামফোর্ড/ লয়েড জর্জ/ মার্ক ফেরো/ মার্শাল ফচ্।
  42. ‘ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম’ লিখেছিলেন – স্ট্যানলি জ্যাকসন/ এলিজাবেথ হুইটকম্ব/ রামচন্দ্র গুহ/ আলফ্রেড ক্রসবি।
  43. ‘দ্য সি অ্যারাউন্ড আস’ বইটির লেখক হলেন – র‍্যাচেল কারসন/ জে ডি কর্ণাল/ অ্যালফ্রেড ক্রসবি/ গ্রোভ।
  44. ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয় – ৮ জানুয়ারি/ ৮ মার্চ/ ২৪ ফেব্রুয়ারি/ ৫ জুন
  45. ‘বিশ্ব পরিবেশ দিবস’ প্রথম পালিত হয়েছিল – ১২ জানুয়ারি, ১৯৮৯/ ৫ জুন, ১৯৭৪/ ১ মে, ১৯২৩/ ৫ সেপ্টেম্বর, ১৯৮৭।
  46. কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে – ফোটোগ্রাফির ইতিহাসের/ খেলাধুলার ইতিহাসের/ বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের/ পরিবেশের ইতিহাসের।
  47. হিপোক্রিটাস ছিলেন – গ্রিক চিকিৎসক/ বিখ্যাত দার্শনিক/ বিখ্যাত লেখক/ বিখ্যাত স্থপতি।
  48. ‘A History of Hindu Chemistry’ গ্রন্থটি রচনা করেন – জগদীশচন্দ্র বসু/ মহেন্দ্রলাল সরকার/ প্রফুল্লচন্দ্র রায়/ তারক নাথ পালিত।
  49. উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া’ গ্রন্থটির সম্পাদিকা – জেরাল্ডিন ফোর্বস/ জে কৃষ্ণমূর্তি/ মালবিকা কার্লেকর/ জ্যোতিবা ফুলে।
  50. ‘দ্য সেকেন্ড সেক্স’ গ্রন্থের রচয়িতা হলেন – সিমোন দ্য বোভেয়ার/ আলফ্রেড ক্রসবি/ ক্ল্যারেন্স গ্ল্যাকেন/ মার্ক ফেরো।
  51. ‘আন্তর্জাতিক নারীবর্ষ’ প্রথম পালিত হয় – ১৯৭০ খ্রিস্টাব্দে/ ১৯৭৫ খ্রিস্টাব্দে/ ১৯৮০ খ্রিস্টাব্দে/ ১৯৯৯ খ্রিস্টাব্দে।
  52. ‘Ecofeminism’-এর কথা বলেছেন –  চার্লস টিলি/ ক্ল্যারেন্স গ্ল্যাকেন/ ফ্রাসোয়া দোবাস/ অরুন্ধতী রায়।
  53. আধুনিক ইতিহাসচর্চায় সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল – সরকারি নথিপত্র/ সংবাদপত্র/ ব্যক্তিগত পত্র/ স্মৃতিকথা।
  54. ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? – কলকাতাতে/ পুনাতে/ দিল্লিতে/ নাগপুরে।
  55. দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কী? – জীবনস্মৃতি/ জীবনের জলসাঘরে/ আত্মচরিত/ জীবনের ঝরাপাতা।
  56. ‘এ নেশন ইন মেকিং’ হল – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী/ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী/ বল্লভভাই প্যাটেলের আত্মজীবনী/ রবি ভার্মার আত্মজীবনী।
  57. বিপিনচন্দ্র পাল লিখেছেন – সত্তর বৎসর/ এ নেশন ইন মেকিং/ জীবনস্মৃতি/ আনন্দমঠ।
  58. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতিকথা হল – শেষের পরিচয়/ চার অধ্যায়/ জীবনস্মৃতি/ গোরা।
  59. ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি – উপন্যাস/ জীবনগ্রন্থ/ কাব্যগ্রন্থ/ আত্মজীবনী
  60. ইন্দিরা গান্ধির উদ্দেশ্যে জওহরলাল নেহরুর লেখা চিঠিগুলি গ্রন্থাকারে মুদ্রিত হয় – ১৯১৪ খ্রিস্টাব্দে/ ১৯৪২ খ্রিস্টাব্দে/ ১৯২৯ খ্রিস্টাব্দে/ ১৯৪৭ খ্রিস্টাব্দে।
  61. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় – ১৮১৮ খ্রিস্টাব্দে/ ১৮৭২ খ্রিস্টাব্দে/ ১৮৫৮ খ্রিস্টাব্দে/ ১৮৭৫ খ্রিস্টাব্দে।
  62. ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক ছিলেন – বঙ্কিমচন্দ্র/ সরলাদেবী চৌধুরাণী/ বিদ্যাসাগর/ দ্বারকানাথ বিদ্যাভূষণ।
  63. সোমপ্রকাশ ছিল একটি – দৈনিক পত্রিকা/ পাক্ষিক পত্রিকা/ সাপ্তাহিক পত্রিকা/ মাসিক পত্রিকা।
  64. ‘সোমপ্রকাশ’ প্রথম প্রকাশিত হয় – ১৮৫০ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর/ ১৮৫৪ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর/ ১৮৫৮ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর/ ১৮৬০ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর।
  65. ‘সোমপ্রকাশ’ পত্রিকা যে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি হল – বিধবাবিবাহ আন্দোলন/ সতীদাহ প্রথাবিরোধী আন্দোলন/ বহুবিবাহ রোধ আন্দোলন/ মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলন।
  66. ইন্টারনেট শুরু হয় – ১৯৮৫ খ্রিস্টাব্দে/ ১৯৮০ খ্রিস্টাব্দে/ ১৯৮৯ খ্রিস্টাব্দে/ ১৯৯০ খ্রিস্টাব্দে।

শূন্যস্থান পূরণ

  1. ‘Historia’ (হিস্টোরিয়া) শব্দটি হল ————————- শব্দ।
  2. ‘সমাজের প্রান্তিক স্তরের মানুষের কথা উঠে এসেছে ———————— দের ইতিহাসচর্চায়।
  3. প্রথম ঐতিহাসিক ————————- সমাজের সকল শ্রেণির মানুষের ইতিহাস রচনার উপর জোর দেন। 
  4. ‘New Social History’ রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ————————-।
  5. প্রাচীন বাংলার মেয়েদের জলক্রিয়ার উল্লেখ আছে ————————- কাব্যে।
  6. ভারতে ————————- খ্রিস্টাব্দে ক্রিকেট খেলার সূচনা হয়।
  7. ‘খেলার রাজা’ নামে পরিচিত ————————-।
  8. ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয় ————————- খ্রিস্টাব্দে।
  9. ক্যালকাটা ক্রিকেট ক্লাবের অনুকরণে সারদারঞ্জন তৈরি করেন ————————-।
  10. নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ছিলেন একজন ————————-।
  11. ভারতে প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় ————————-।
  12. ভারত অলিম্পিক গেমসে হকি প্রতিযোগিতায় প্রথম যোগদান করে ————————- খ্রিস্টাব্দে।
  13. ‘গান্ধি টুপি’ পরতেন ————————-।
  14. ভারতে পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় ————————-শতকে।
  15. ইংল্যান্ডে নারীদের পোশাক সংক্রান্ত আন্দোলনের সূচনা হয় ————————- -এর দশকে।
  16. ————————- পুজোয় ছানার তৈরি মিষ্টি ব্যবহারের প্রচলন আছে।
  17. ‘ফুড ইন হিস্ট্রি’ গ্রন্থটির রচয়িতা হলেন ————————-।
  18. ‘অ্যানসেস্ট্রাল অ্যাপেটাইটস : ফুড ইন প্রিহিস্ট্রি’ গ্রন্থটি রচনা করেন ————————-।
  19. মুঘল যুগের একজন বিখ্যাত সংগীতজ্ঞ হলেন ————————-।
  20. ‘ভারতীয় সংগীত কা ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা হলেন ————————-।
  21. আঞ্চলিক লোকায়ত ————————- হল ছৌ।
  22. প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় ————————- দেশে।
  23. ‘মেবার পতন’ নাটকটির রচয়িতা হলেন ————————-।
  24. ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন ————————।
  25. ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ লেখেন ————————-।
  26. কলকাতায় ‘স্টার থিয়েটার’ ————————- খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
  27. ন্যাশনাল থিয়েটারে অভিনীত প্রথম নাটকের নাম হল ————————-।
  28.  ‘অশ্রুমতী’ নাটকটি —————————– -লিখেছিলেন।
  29. ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হল ————————-।
  30. ‘রাজা হরিশচন্দ্র’ (১৯১৩ খ্রি.) নামে প্রথম চলচ্চিত্র রূপায়ণ করেন ————————-।
  31. দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় যে বিশেষ ক্ষেত্রে পারদর্শিতার জন্য তা হল ————————-সিনেমা।
  32. ‘আওয়ার ফিলম্, দেয়ার ফিলম্’ গ্রন্থটির লেখক হলেন ————————-।
  33. ‘মেঘে ঢাকা তারা’ চলচ্চিত্রের পরিচালক হলেন ————————-।
  34. কলকাতায় ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয় ————————-।
  35. ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় ————————-।
  36. ‘রেলওয়েস ইন মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থটির রচয়িতা হলেন ————————-।
  37. ভারতীয় যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থায় আধুনিকীকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন ————————-।
  38. ভারতে ‘সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ’ প্রতিষ্ঠিত হয় ————————-।
  39. ‘দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গল ১৮৬৮’ নামক গ্রন্থটির রচয়িতা হলেন ————————-।
  40. রাধাকৃষ্ণ চিত্রমেলা ————————- সৃষ্টি করেন।
  41. রবীন্দ্রনাথের ‘চিত্রলিপি’ পাশ্চাত্য দেশে পরিচিত ————————- নামে।
  42. ভারতের প্রথম ফোটোগ্রাফার হলেন ————————-।
  43. মহাবিদ্রোহের আলোকচিত্র তুলে খ্যাত হয়েছেন ফোটোগ্রাফার ————————-।
  44. ————————- কুন্তলীন তেলের সঙ্গে সম্পর্কযুক্ত।
  45. সুমেরের বিশাল আকারের মন্দিরকে বলা হত ————————-।
  46. গান্ধার শিল্পে ———————————- সংস্কৃতির মিশ্রণ দেখা যায়।
  47. ‘দ্য হিন্দু টেম্পল’ গ্রন্থটি রচনা করেন ————————-।
  48. ‘Magnificent Building’ সমন্বিত শহর বলে কলকাতা শহরকে অভিহিত করেছেন ————————- ।
  49. ‘পোর্টস, টাউনস, সিটিস’ গ্রন্থটির রচয়িতা হলেন ————————-।
  50. ‘Pink City’ বা ‘গোলাপি শহর’ নামে পরিচিত হল ————————-।
  51. ‘পশ্চিমবঙ্গের সংস্কৃতি’ রচনা করেছিলেন ————————-।
  52. কলকাতা নগরীর পত্তন ঘটে ————————- ।
  53. ‘দ্য গ্রেট ওয়ার ১৯১৪-১৮’ গ্রন্থটির লেখক হলেন ————————-।
  54. ‘ইকো ডে’ অর্থাৎ পরিবেশ দিবস পালিত হয় ————————-।
  55. ‘দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ’ গ্রন্থটির রচয়িতা হলেন ————————-।
  56. ‘অ্যান অটোবায়োগ্রাফি’ গ্রন্থের লেখক হলেন ————————-।
  57. প্রখ্যাত সংগীত শিল্পী মান্না দে-র আত্মজীবনীর নাম হল ————————-। 
  58. বিপিনচন্দ্র পালের আত্মকথা ————————- প্রথম বের হয় প্রবাসীতে।
  59. ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম হল ————————-। 
  60. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হল ————————-। 
  61. জাতীয়তাবাদের বিকাশে ————————- ও ————————- পত্রিকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
  62. বঙ্কিমচন্দ্র সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি ছিল ————————-।
  63. প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হল ————————-।

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

[১] ‘ইতিহাস’ কী?

  • ‘ইতিহাস’ হল মানবসভ্যতার বিবর্তনের কাহিনি।

[২] ‘ইতিহাসের জনক’ কাকে বলা হয়?

  • হেরোডোটাসকে।

[৩] ‘আধুনিক ইতিহাস তত্ত্বের জনক’ কাকে বলা হয়?

  • লিওপোল্ড ভন র‍্যাঙ্কে-কে।

[৪] ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন’ – কার উক্তি?

  • ই এইচ কার-এর উক্তি।

[৫] ঐতিহাসিকের লক্ষ্য কী?

  • ঐতিহাসিকের লক্ষ্য হল যুগোত্তীর্ণ সর্বকালীন দৃষ্টিভঙ্গির অনুসন্ধান করা।

[৬] ইতিহাসবিদ্যাকে ‘অন্যান্য বিদ্যাচর্চার জননী’ বলে কে অভিহিত করেছেন?

  • জি এম ট্রেভেলিয়ান।

[৭] ইতিহাস কোন্ শতকে সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে?

  • উনবিংশ শতকে।

[৮] কয়েকজন জাতীয়তাবাদী ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো।

  • যদুনাথ সরকার, ড. তারাচাঁদ, রমেশচন্দ্র মজুমদার প্রমুখ।

[৯] সাম্রাজ্যবাদী ইতিহাসচর্চার কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।

  • রুডিয়ার্ড কিপলিং, জেমস মিল, উইলিয়ম হান্টার প্রমুখ।

[১০] কেমব্রিজ ঐতিহাসিকেরা কার দর্শনে বিশ্বাস করেন?

  • স্যার লিউইস নেমিয়ারের।

[১১] কয়েকজন কেমব্রিজ ঐতিহাসিকের নাম লেখো।

  • জন গ্যালাহার, গর্ডন জনসন, অনিল শীল প্রমুখ।

[১২] কয়েকজন মার্কসবাদী ঐতিহাসিকের নাম লেখো।

  • মরিস ডব, ক্রিস্টোফার হিল, রজনীপাম দত্ত, বিপানচন্দ্র প্রমুখ।

[১৩] ‘দ্য অ্যানালস্’ পত্রিকাটি কবে প্রকাশিত হয়?

  • ১৯২৮ খ্রিস্টাব্দে।

[১৪] নিম্নবর্গের ইতিহাসচর্চা করে কারা বিখ্যাত হয়েছেন?

  • রণজিৎ গৃহ, জর্জ রুদে, শাহিদ আমিন, গৌতম ভদ্র প্রমুখ।

[১৫] ‘History from Below’ প্রবন্ধটি কার লেখো?

  • ইপি থমসন।

[১৬] Social Science History Association কবে প্রতিষ্ঠিত হয়?

  • ১৯৭৬ খ্রিস্টাব্দে।

[১৭] নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কারা?

  • সাধারণ মানুষ।

[১৮] কোন্ বছর সামাজিক বিজ্ঞান অ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠা হয়?

  • ১৮৫৭ খ্রিস্টাব্দে।

[১৯] সামাজিক ইতিহাসের উপর লেখা ট্রেভেলিয়ানের বিখ্যাত বইটির নাম কী?

  • ইংলিশ সোশ্যাল হিস্ট্রি, এ সার্ভে অফ সিক্স সেঞ্চুরিস: চসার টু কুইন ভিক্টোরিয়া।

[২০] পৃথিবীর প্রাচীন খেলার নাম কী?

  • মানাকালা।

[২১] ভারতের পারসিক ক্রিকেট দল কবে প্রথম ইংল্যান্ড সফরে গিয়েছিল?

  • ১৭৯২ খ্রিস্টাব্দে।

[২২] ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি কবে প্রতিষ্ঠিত হয়েছে?

  • ১৯৮২ খ্রিস্টাব্দে।

[২৩] ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি-র মুখপত্রের নাম কী?

  • ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ দ্য হিস্ট্রি অফ স্পোর্টস’ (International Journal of the History of Sports)।

[২৪] জে এ ম্যাঙ্গান-এর লেখা ক্রীড়া ইতিহাসের বিখ্যাত গ্রন্থটির নাম কী?

  • দ্য গেমস এথিক অ্যান্ড ইম্পিরিয়ালিজম।

[২৫] ‘টোয়েন্টি-টু ইয়ার্ডস টু ফ্রিডম’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

  • বোরিয়া মজুমদার।

[২৬] গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাসচর্চা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো।

  • বাপি বাড়ি যা।

[২৭] ‘গোললেস : দ্য স্টোরি অফ এ ইউনিক ফুটবলিং নেশনস’ বইটি কোন্ খেলার ইতিহাস?

  • ভারতীয় ফুটবল খেলার।

[২৮] ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

  • ১৮৯৩ খ্রিস্টাব্দে।

[২৯] পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কী?

  • মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।

[৩০] বাংলায় ‘ইস্টবেঙ্গল ক্লাব’ কবে প্রতিষ্ঠিত হয়?

  • ১৯২০ খ্রিস্টাব্দে।

[৩১] সাম্প্রতিকতম সময়ে একজন ফুটবল গবেষকের নাম লেখো।

  • কৌশিক বন্দ্যোপাধ্যায়।

[৩২] প্রথম কে ‘স্পঞ্জ রসগোল্লা’ তৈরি করেন?

  • নবীনচন্দ্র দাস।

[৩৩] ‘রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার’ গ্রন্থটি কে রচনা করেন?

  • হরিপদ ভৌমিক।

[৩৪] কাদের মাধ্যমে আলু ভারতীয়দের খাদ্যতালিকায় স্থান পায়?

  • পোর্তুগিজদের মাধ্যমে।

[৩৫] ‘হাউ টু মেক এ ন্যাশনাল কুইজিন’ গ্রন্থটির রচয়িতা কে?

  • অর্জুন আপ্পাদুরাই।

[৩৬] ভারতবাসীর খাদ্যাভ্যাসের বিবর্তনের উপরে ক্লদ মার্কোভিটস-এর সম্পাদিত বইটির নাম কী?

  • এ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া : ১৪৮০-১৯৫০।

[৩৭] ভারতীয়দের খাদ্যাভ্যাসের ইতিহাসের উপর কে টি আচয়-এর লেখা বইটির নাম কী?

  • ইন্ডিয়ান ফুড : এ হিস্টোরিক্যাল কম্প্যানিয়ন।

[৩৮] কে এম খিলনানি-র লেখা ‘সোশিও-পলিটিক্যাল ডাইমেনশনস অফ মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থের বিষয়বস্তু কী?

  • ভারতীয়দের খাদ্যাভ্যাস।

[৩৯] ‘আমিষ ও নিরামিষ আহার’ বইটি কে লিখেছিলেন?

  • প্রজ্ঞাসুন্দরী দেবী।

[৪০] বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন?

  • শ্রীচৈতন্যদেব।

[৪১] ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটির রচয়িতা কে?

  • রবীন্দ্রনাথ ঠাকুর।

[৪২] কার গান হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক ছিল?

  • লালন ফকিরের গান।

[৪৩] ‘নমো হিন্দুস্থান’ সংগীতটির রচয়িতা কে?

  • সরলাদেবী চৌধুরাণী।

[৪৪] ‘মায়ের দেওয়া মোটা কাপড়’-গানটির রচয়িতা কে?

  • রজনীকান্ত সেন।

[৪৫] কবে ‘সংগীত-নাটক আকাদেমি’ প্রতিষ্ঠিত হয়?

  • ১৯৫২ খ্রিস্টাব্দে।

[৪৬] পাঞ্জাবে উটচালকদের গানকে কী বলা হত?

  • টপ্পা।

[৪৭] কথাকলি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন রাজ্য?

  • কেরল।

[৪৮] কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন রাজ্য?

  • অন্ধ্রপ্রদেশ।

[৪৯] কুচিপুড়ি নৃত্যশৈলী কাদের দ্বারা বিকশিত হয়েছে?

  • কুচিপুড়ি নৃত্যশৈলী অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদী অববাহিকার কুচিপুড়ি গ্রামের বাঘান গোষ্ঠীর দ্বারা বিকশিত হয়েছে।

[৫০] ‘ডান্স ডায়লেক্টস অফ ইন্ডিয়া’ গ্রন্থটির রচয়িতা কে?

  • রাগিনী দেবী।

[৫১] কলকাতায় প্রথম বাংলা নাটক কবে মঞ্চস্থ হয়?

  • ১৭৯৫ খ্রিস্টাব্দে।

[৫২] হেরাসিম লেবেডেফ কে ছিলেন?

  • হেরাসিম লেবেডেফ ছিলেন একজন রুশ পর্যটক, যিনি কলকাতায় প্রথম বাংলা নাটক মঞ্চস্থ করেন।

[৫৩] কলকাতায় মঞ্চস্থ প্রথম বাংলা নাটকের নাম কী?

  • কাল্পনিক সংবদল (Disguise)।

[৫৪] কলকাতার কোথায় প্রথম বাংলা নাটক মঞ্চস্থ হয়?

  • কলকাতার পুরোনো চিনেবাজারের কাছে ডোমতলা লেনের বেঙ্গলি থিয়েটারে।

[৫৫] ভারতীয় উপমহাদেশের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নাট্যকার কে ছিলেন?

  • উৎপল দত্ত।

[৫৬] উৎপল দত্তের কয়েকটি বিখ্যাত নাটকের নাম লেখো।

  • টিনের তলোয়ার, কল্লোল, ফেরারী ফৌজ ইত্যাদি।

[৫৭] আধুনিক বাংলা নাটকের কয়েকজন জনপ্রিয় অভিনেতার নাম লেখো।

  • শিশির কুমার ভাদুড়ি, শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, মনোজ মিত্র প্রমুখ।

[৫৮] ‘ক্যামেরা’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

  • লিওনার্দো দ্য ভিঞ্চি।

[৫৯] ক্যামেরা আবিষ্কারের অভিযান কোথা থেকে শুরু হয়?

  • ক্যামেরা আবিষ্কারের অভিযান নিসেফোর নিপসের ফোটোগ্রাফিক ইমেজ থেকে শুরু হয়।

[৬০] বর্তমানকালের প্রোজেক্টরের অগ্রজপ্রতিম যন্ত্র কোনটি?

  • থমাস আলভা এডিসনের ‘কিনেটোস্কোপ’।

[৬১] বর্তমান চলচ্চিত্রের স্রষ্টা রূপে কাকে গণ্য করা হয়?

  • লুই এবং অগাস্ত ল্যুমিয়েরকে।

[৬২] কবে চলমান চিত্র বা চলচ্চিত্রের জন্ম হয়?

  • ১৮৯৫ খ্রিস্টাব্দে।

[৬৩] কোথায় চলচ্চিত্রের জন্ম হয়?

  • প্যারিসে।

[৬৪] ভারতে কবে প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে?

  • ১৮৯৬ খ্রিস্টাব্দে।

[৬৫] হীরালাল সেন কবে থেকে ভারতে সিনেমা দেখানো শুরু করেন?

  • ১৮৯৮ খ্রিস্টাব্দ থেকে।

[৬৬] হীরালাল সেনের নিজস্ব সিনেমা কোম্পানিটির নাম কী?

  • রয়্যাল বায়োস্কোপ কোম্পানি।

[৬৭] প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কী?

  • বিল্বমঙ্গল।

[৬৮] প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কী?

  • জামাইষষ্ঠী (১৯৩১ খ্রি.)।

[৬৯] সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি?

  • পথের পাঁচালী।

[৭০] ‘পথের পাঁচালী’ ছবির পরিচালক কে?

  • সত্যজিৎ রায়।

[৭১] ‘পথের পাঁচালী’ কত খ্রিস্টাব্দে মুক্তিলাভ করে?

  • ১৯৫৫ খ্রিস্টাব্দে।

[৭২] আমেরিকার বিখ্যাত আকাদেমি পুরস্কারে সম্মানিত বাঙালি চলচ্চিত্রকারের নাম লেখো।

  • সত্যজিৎ রায়।

[৭৩] ‘একেই বলে শুটিং’-কার লেখা?

  • সত্যজিৎ রায়ের।

[৭৪] আধুনিক বাংলা চলচ্চিত্রের কয়েকজন বিখ্যাত পরিচালকের নাম লেখো।

  • সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন কুমার সিনহা, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষ প্রমুখ।

[৭৫] ‘ভুবন সোম’ চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন?

  • মৃণাল সেন।

[৭৬] ‘ফর হুম দ্য বেল টেলস’ চলচ্চিত্রের বিষয়বস্তু কী?

  • স্পেনের গৃহযুদ্ধ।

[৭৭] ‘ভারতের নাট্য ঐতিহ্য’ গ্রন্থটি কার লেখা?

  • কপিলা বাৎসায়নের।

[৭৮] শিশির বসুর লেখা বাংলা নাটকের ইতিহাসের বইটির নাম কী?

  • একশো বছরের বাংলা থিয়েটার।

[৭৯] ‘এ ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা কে?

  • বালদুন ধিংরা।

[৮০] অভিনয়ের ইতিহাস নিয়ে লেখা রজতকান্ত রায়ের বইটির নাম কী?

  • এক্সপ্লোরিং ইমোশনাল হিস্ট্রি।

[৮১] কত খ্রিস্টাব্দে কোথায় ‘দি অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ানস’ প্রতিষ্ঠিত হয়?

  • ১৯৯১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে।

[৮২] ‘ভারতীয় পোশাক-পরিচ্ছদের উপর লেখা এমা টারলো-র বইটির নাম কী?

  • ক্লোদিং ম্যাটারস : ড্রেস অ্যান্ড আইডেন্টিটি ইন ইন্ডিয়া।

[৮৩] ‘ইঞ্জিনস অফ চেঞ্জ: দ্য রেলরোডস দ্যাট মেড ইন্ডিয়া’ বইটির রচয়িতা কে?

  • ইয়ান কার।

[৮৪] কোন্ বিদ্রোহ ‘Telegraph War’ নামে পরিচিত?

  • ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ।

[৮৫] আধুনিক ভারতে দৃশ্যশিল্পের বিকাশের ক্ষেত্রে দুই পথিকৃতের নাম লেখো।

  • ই বি হ্যাভেল এবং এ কে কুমারস্বামী।

[৮৬] ‘বঙ্গীয় কলাসংসদ’ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?

  • ১৯০৫ খ্রিস্টাব্দে।

[৮৭] ‘বঙ্গীয় কলাসংসদ’ কারা গড়ে তোলেন?

  • ই বি হ্যাভেল এবং অবনীন্দ্রনাথ ঠাকুর।

[৮৮] কোন দুই বিদেশি ভারতে শিল্প বিকাশ ও তার ইতিহাসের ব্যাপারে যত্নবান ছিলেন?

  • ভগিনী নিবেদিতা ও ওকাকুরা।

[৮৯] ভগিনী নিবেদিতা ও ওকাকুরার মধ্যে মিল কোথায়?

  • তাঁরা দুজনেই স্বামী বিবেকানন্দের শিষ্যা ছিলেন।

[৯০] আধুনিক ভারতীয় চিত্ররীতির জনক কে?

  • অবনীন্দ্রনাথ ঠাকুর।

[৯১] ‘চিত্রকথা’ কার লেখা?

  • বিনোদবিহারী মুখোপাধ্যায়-এর লেখা।

[৯২] ‘বাগীশ্বরী শিল্প প্রবন্ধাবলী’ কার রচনা?

  • অবনীন্দ্রনাথ ঠাকুরের।

[৯৩] শিল্পকলার ইতিহাসের ক্ষেত্রে আনন্দ কে কুমারস্বামীর লেখা বিখ্যাত গ্রন্থের নাম লেখো।

  • দ্য ট্রান্সফরমেশন অফ নেচার ইন আর্ট।

[৯৪] রাজা রবি ভার্মা কী কারণে বিখ্যাত?

  • চিত্রশিল্পে অবদানের জন্য।

[৯৫] প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলি অনুসন্ধানে প্রথম কারা উদ্যোগী হয়েছিলেন?

  • জেমস প্রিন্সেপ ও জেমস ফার্গুসন।

[৯৬] লা-কোরবুজিয়ার কে ছিলেন?

  • ফরাসি স্থপতি।

[৯৭] কলকাতায় প্রতিষ্ঠিত ‘গথিক স্থাপত্য’-এর প্রথম নিদর্শন কোনটি?

  • হাইকোর্ট বিল্ডিং।

[৯৮] রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি কে ছিলেন?

  • এডউইন লুটিয়েন।

[৯৯] ভারতের লোকসভা ভবনটি কে নির্মাণ করেন?

  • হার্বাট বেকার।

[১০০] আধুনিক ভারতে স্থাপত্যবিদ্যার ক্ষেত্রে উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?

  • এ কনসাইজ হিস্ট্রি অফ মডার্ন আর্কিটেকচার ইন ইন্ডিয়া।

[১০১] ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয়?

  • ১৮৭১ খ্রিস্টাব্দ থেকে।

[১০২] ‘কোচবিহারের ইতিহাস’ গ্রন্থটির লেখক কে?

  • ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।

[১০৩] মুম্বাই শহরের ইতিহাস নিয়ে কারা গবেষণা করেছেন?

  • জিম গর্ডন ও ক্রিস্টিন ডবিন।

[১০৪] আহমেদাবাদ শহরের ইতিহাস নিয়ে কে গবেষণা করেছেন?

  • কেনেথ গিলিয়ন।

[১০৫] ‘কলকাতা শহরের ইতিহাস নিয়ে কারা গবেষণা করেছেন?

  • প্রদীপ সিংহ ও সৌমেন মুখোপাধ্যায়।

[১০৬] দিল্লি শহরের ইতিহাস নিয়ে কে গবেষণা করেছেন?

  • নারায়ণী গুপ্ত।

[১০৭] লখনউ শহরের ইতিহাস নিয়ে কে গবেষণা করেছেন?

  • রীনা ওল্ডেনবার্গ।

[১০৮] চার্লস টিলি এবং ডব্লু ব্লকম্যান সম্পাদিত গ্রন্থটির নাম কী?

  • সিটিস অ্যান্ড দ্য রাইস অফ স্টেটস ইন ইউরোপ।

[১০৯] ‘দি অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার’ -এই গ্রন্থের রচয়িতা কে?

  • এ জে পি টেলর।

[১১০] দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিবেকানন্দ মুখোপাধ্যায় রচিত ইতিহাস গ্রন্থটির নাম কী?

  • দ্বিতীয় মহাযুদ্ধের ইতিহাস।

[১১১] ভারতের সামরিক ইতিহাসের উপর কে পূর্ণাঙ্গ গ্রন্থ লিখেছেন?

  • যদুনাথ সরকার।

[১১২] কত খ্রিস্টাব্দে কার্গিল যুদ্ধ হয়েছিল?

  • ১৯৯৯ খ্রিস্টাব্দে।

[১১৩] পরিবেশ সংক্রান্ত ইতিহাসচর্চা কোথায় প্রথম শুরু হয়?

  • উত্তর আমেরিকায়।

[১১৪] ‘সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থের লেখক কে?

  • র‍্যাচেল কারসন।

[১১৫] আপ্পিকো আন্দোলন কোন রাজ্যে হয়েছিল?

  • কর্ণটিকে।

[১১৬] ভারতে চিপকো আন্দোলন কোন্ প্রকৃতির আন্দোলন?

  • পরিবেশ আন্দোলন।

[১১৭] চিপকো আন্দোলন হয়েছিল কোন্ রাজ্যে?

  • উত্তরাখণ্ড রাজ্যে।

[১১৮] চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন?

  • সুন্দরলাল বহুগুণা।

[১১৯] নর্মদা বাঁচাও আন্দোলন ভারতবর্ষের কোন অংশে সংন্ধরিল হয়?

  • ভারতবর্ষের দাক্ষিণাত্যে।

[১২০] নর্মদা বাঁচাও আন্দোলন-এর নেত্রী কে ছিলেন?

  • মেধা পাটেকর।

[১২১] ‘গ্রিন ইম্পিরিয়ালিজম’ গ্রন্থটি কার লেখা?

  • রিচার্ড গ্রোভ-এর লেখা।

[১২২] ‘ট্রেসেস অন দ্য রোডিয়ান শোর’ গ্রন্থটি কার লেখা?

  • ক্ল্যারেন্স গ্ল্যাকেন-এর লেখা।

[১২৩] বন ও বন্যপ্রাণী সংরক্ষণের আন্দোলন কোন্ ইতিহাসের অন্তর্ভুক্ত হবে?

  • পরিবেশের ইতিহাসের।

[১২৪] ভারতের ‘ভূতাত্ত্বিক সর্বেক্ষণ প্রতিষ্ঠান’ (Geological Survey of India) কবে প্রতিষ্ঠিত হয়?

  • ১৮৫১ খ্রিস্টাব্দে।

[১২৫] কার উদ্যোগে ভারতের ‘ভূতাত্ত্বিক সর্বেক্ষণ প্রতিষ্ঠান’ স্থায়ী রূপ নেয়? 

  • টমাস ওল্ডহ্যামের উদ্যোগে।

[১২৬] কার উদ্যোগে ভারতে ‘ত্রিকোণমিতি সর্বেক্ষণ প্রতিষ্ঠান’ প্রতিষ্ঠিত হয়?

  • উইলিয়ম ল্যাম্বটনের উদ্যোগে।

[১২৭] কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

  • ১৮৩৫ খ্রিস্টাব্দে।

[১২৮] মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত বিজ্ঞানচর্চা কেন্দ্রটির নাম কী?

  • ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (IACS)।

[১২৯] ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স’ কোথায় অবস্থিত?

  • মুম্বাইতে।

[১৩০] ‘বোস ইনস্টিটিউট-এর সঙ্গে কোন্ বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম যুক্ত রয়েছে?

  • আচার্য জগদীশচন্দ্র বসুর।

[১৩১] ‘বোস ইনস্টিটিউট’ বা বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়?

  • ১৯১৭ খ্রিস্টাব্দে।

[১৩২] ‘ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট’ কবে প্রতিষ্ঠিত হয়?

  • ১৯৩১ খ্রিস্টাব্দে।

[১৩৩] CSIR (Council of Scientific and Industrial Research) কবে প্রতিষ্ঠিত হয়?

  • ১৯৪২ খ্রিস্টাব্দে।

[১৩৪] ‘সায়েন্স অ্যান্ড দ্য রাজ’ গ্রন্থটি কার লেখা?

  • দীপক কুমারের লেখা।

[১৩৫] ‘সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া’ কার লেখা?

  • ডেভিড আর্নল্ড-এর লেখা।

[১৩৬] পশ্চিম ভারতে নারীমুক্তি ও নারী উন্নতির আন্দোলনে কারা নেতৃত্ব দেন?

  • জ্যোতিবা ফুলে, সাবিত্রী বাঈ প্রমুখ।

[১৩৭] ‘দি ইন্ডিয়ান উইমেন: ফ্রম পর্দা টু মর্ডানিটি’ গ্রন্থের লেখক কে?

  • বি আর নন্দ।

[১৩৮] ‘উইমেন ইন মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থটি কার রচনা?

  • জেরাল্ডিন ফোর্বসের লেখা।

[১৩৯] ‘ভয়েসেস ফ্রম উইদিন’ কার লেখা?

  • মালবিকা কার্লেকর-এর লেখা।

[১৪০] ‘বাংলার রাজনীতি ও নারী আন্দোলন’ গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?

  • চিত্রা ঘোষ।

[১৪১] সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

  • সরকারি মহাফেজখানা ও লেখ্যাগারে।

[১৪২] বাংলায় নীলচাষিদের উপর অত্যাচারের কথা কোন্ সরকারি নথি থেকে জানা যায়?

  • বাংলায় নীলচাষিদের উপর অত্যাচারের কথা নীল কমিশনের রিপোর্ট (১৮৬০ খ্রি.) থেকে জানা যায়।

[১৪৩] বর্তমান ভারতের একটি গোয়েন্দা সংস্থার নাম লেখো।

  • ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (Crime Investigation Department, CID)।

[১৪৪] বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী?

  • সত্তর বৎসর। 

[১৪৫] বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘সত্তর বৎসর’ গ্রন্থ থেকে কোন্ কোন্ চরমপন্থী রাজনীতিকের সম্বন্ধে জানা যায়?

  • লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ প্রমুখ।

[১৪৬] বিপিনচন্দ্র পাল কার কাছ থেকে জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন?

  • নবগোপাল মিত্রের।

[১৪৭] রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’ গ্রন্থাকারে প্রকাশিত হয় কবে?

  • ১৩১৯ বঙ্গাব্দে বা ১৯১২ সালে।

[১৪৮] ‘জীবনস্মৃতি’-তে রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতগুলি বিষয়ের আলোচনা করেছেন?

  • ৪৪টি।

[১৪৯] সরলাদেবী চৌধুরাণী কে ছিলেন?

  • সরলাদেবী চৌধুরাণী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠা ভগিনী স্বর্ণকুমারী দেবী ও জানকীনাথ ঘোষালের দ্বিতীয়া কন্যা।

[১৫০] সরলাদেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম কী?

  • জীবনের ঝরাপাতা।

[১৫১] ‘জীবনের ঝরাপাতা’ নামক জীবনীগ্রন্থ থেকে কোন্ কোন্ ভারতীয় মহাপুরুষদের কথা জানা যায়?

  • বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, অরবিন্দ, মহাত্মা গান্ধি প্রমুখ।

[১৫২] ‘জীবনের ঝরাপাতা’ কোন্ সাময়িকপত্রে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল?

  • দেশ।

[১৫৩] ‘বীরাষ্টমী ব্রত’-এর কথা কোন্ গ্রন্থ থেকে জানা যায়?

  • জীবনের ঝরাপাতা।

[১৫৪] ‘লক্ষ্মীর ভাণ্ডার’ কে গড়ে তোলেন?

  • সরলাদেবী চৌধুরাণী।

[১৫৫] ‘একাত্তরের ডাইরী’ বইটি কে লিখেছেন?

  • বেগম সুফিয়া কামাল।

[১৫৬] ‘লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ গ্রন্থের লেখক কে?

  • জওহরলাল নেহরু।

[১৫৭] ‘Letters from a Father to His Daughter’- গ্রন্থে কতগুলি চিঠি আছে?

  • ৩০টি।

[১৫৮] জওহরলাল কোন সময়ে ইন্দিরাকে চিঠিগুলি লিখেছিলেন?

  • ১৯২৮ খ্রিস্টাব্দে সাইমন কমিশনবিরোদী আন্দোলনের উত্তাল সময়পর্বে।

[১৫৯] ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদের নাম কী?

  • পিতা কা পত্র পুত্রী কে নাম।

[১৬০] ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন?

  • মুনসি প্রেমচন্দ।

[১৬১] ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি বাংলাতে কী নামে পরিচিত?

  • কল্যাণীয়াসু ইন্দু।

[১৬২] ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কী?

  • বেঙ্গল গেজেট।

[১৬৩] প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কী?

  • সমাচার দর্পণ।

[১৬৪] ভারতে প্রথম বাণিজ্য বিষয়ক বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্রের নাম কী?

  • মহাজন দর্পণ।

[১৬৫] জাতীয়তাবাদের বিকাশে কোন্ দুই পত্রিকার গুরুত্বপূর্ণ ‘ভূমিকা ছিল?

  • বঙ্গদর্শন ও সোমপ্রকাশ।

[১৬৬] ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র কে প্রবর্তন করেন?

  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

[১৬৭] রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে ‘বঙ্গদর্শন’ কখন থেকে পুনঃপ্রকাশিত হতে শুরু করে?

  • ১৯০১ খ্রিস্টাব্দ থেকে।

[১৬৮] সাংবাদিকতার নতুন পদ্ধতি প্রবর্তন করে কোন্ পত্রিকা?

  • সোমপ্রকাশ।

[১৬৯] ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • দ্বারকানাথ বিদ্যাভূষণ।

[১৭০] কোন্ বড়োেলাট ‘সোমপ্রকাশ’ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন?

  • লর্ড লিটন।

[১৭১] ‘যুগান্তর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • বারীন্দ্রকুমার ঘোষ।

[১৭২] ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?’

  • কৃষ্ণকুমার মিত্র।

[১৭৩] ‘সংবাদপত্রে সেকালের কথা’ গ্রন্থটি কে লেখেন?

  • ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

ঠিক/ভুল নির্ণয় করো

  1. ইতিহাসবিদ্যাকে ‘অন্যান্য বিদ্যাচর্চার জননী’ বলে অভিহিত করেছেন জি এম ট্রেভেলিয়ান। [ঠিক]
  2. রজনীপাম দত্ত ছিলেন একজন সাব-অলটার্ন ঐতিহাসিক। [ভুল]
  3. খেলার ইতিহাসচর্চা হয় চিন দেশে। [ভুল]
  4. ফ্রান্সকে ‘কেকের দেশ’ বা ‘Land of Cakes’ বলা হয়। [ভুল]
  5. টপ্পা গানের প্রবর্তক ছিলেন বড়ে গোলাম আলি খাঁ। [ভুল]
  6. মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর। [ঠিক]
  7. সত্যজিৎ রায়ের লেখা গ্রন্থ ‘একেই বলে শুটিং’। [ঠিক]
  8. ‘ফটোগ্রাফি’ শব্দটি দুটি গ্রিক শব্দ ‘ফোটোস’ ও ‘গ্রাফিস’-এর মেলবন্ধনে গড়ে উঠেছে। [ঠিক]
  9. বর্তমানে বাঙালি মেয়েরা যেভাবে শাড়ি পরেন, তা ‘অঙ্গারাখা’ পদ্ধতি নামে পরিচিত। [ভুল]
  10. ১৮৫০ খ্রিস্টাব্দে বোম্বেতে প্রথম রেলপথ চালু হয়। [ভুল]
  11. ‘নদীয়া কাহিনী’ গ্রন্থটি ‘শহরের ইতিহাস’-এর অন্তর্গত। [ভুল] 
  12. কলকাতার অক্টারলোনি মনুমেন্ট স্থাপিত হয় ১৮২৮ খ্রিস্টাব্দে। [ঠিক]
  13. রবীন্দ্রনাথের ‘জীবনস্মৃতি’ প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। [ঠিক]
  14. ‘ভারতী’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হত সরলাদেবী চৌধুরাণীর আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতা’। [ভুল]
  15. ‘Autobiography of an Unknown Indian’ গ্রন্থটির লেখক হলেন জওহরলাল নেহরু। [ভুল]
  16. ‘India Wins Freedom’ গ্রন্থটির রচয়িতা হলেন জওহরলাল নেহরু। [ভুল]
  17. বঙ্কিমচন্দ্র তাঁর ‘বঙ্গদর্শন’ পত্রিকায় বিধবা বিবাহের বিরোধিতা করেছেন। [ভুল]
  18. ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদকদের মধ্যে অন্যতম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। [ঠিক] 
  19. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সংবাদপত্রের নাম হল ‘সোমপ্রকাশ’। [ঠিক]
  20. ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। [ঠিক]
  21. ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। [ভুল] 

চলবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!