Menu

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ২০১৫, WB HS Bengali Question 2015

পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের নির্ধারিত সিলেবাসের ভিত্তিতে ২০১৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন এখানে দেওয়া হল। বিকল্পধর্মী এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে।

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ২০১৫, WB HS Bengali Question 2015

পয়েন্ট সমূহ

বিভাগ : ক (নম্বর : ৫০)

১। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১.১ “মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়।”—মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন?

১.২ “শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল।”–কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল’ কেন?

২। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

২.১ “সে কখনো করে না বঞ্চনা।” –কে, কখনো বঞ্চনা করে না? কবি কীভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন? 

২.২ “ঘুমহীন তাদের চোখে হানা দেয় / কীসের ক্লান্ত দুঃস্বপ্ন।”–কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন কেন?

৩। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৩.১ “আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ‘অভাব নাটক”।”— অভাবের চিত্র ‘বিভাব’ নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো।

৩.২ ‘নানা রঙের দিন’ নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো।

৪। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৪.১. “… সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ?”–রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন।

৪.২ “গল্পটা আমাদের স্কুলে শোনানো হল।” — গল্পটা কী? স্কুলে গল্পটা শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল?

৫। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৫.১ “আর এক রকমের প্রথা আছে— নানকার প্রথা।” –নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল?

৫.২.“গায়ের লোকে ঠাট্টা করে বলে- চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশে ডাকাত।”—সাধু কে? ‘মেঘের গায়ে জেলখানা’ রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো।

৬। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১. শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে, যে কোনো দুটি ধারার উদাহরণসহ পরিচয় দাও।

আরো পড়ুন :  উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ২০১৭, WB HS Bengali Question 2017

৬.২ মুণ্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

৭। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি ঘরের উত্তর দাও : 

৭.১ বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

৭.২ বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো।

৭.৩ বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

৭.৪ বাঙালির ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সুত্রপাত কীভাবে হয়েছিল? এই পর্বের ফুটবলের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তিত্বের আছে? বাংলার ফুটবলের কোন ঘটনা, কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল?

৮। নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচিত করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি ধরণ্য রচনা করো :

৮.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :

ভ্রমণের মূল্য

[বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয়। অন্তর বিকশিত হয়। বান্ধির বদলে সমষ্টির সঙ্গে যোগসূত্র। আত্মকেন্দ্রিকতার মোচন।/ মানসিক সংকীর্ণতা এবং ক্ষুদ্রতা দূর হয়। মনগড়া ধারণার বদলে উদারতার বোধ। নতুনত্ব এবং অভিনবত্বের স্বাদ/ আনন্দ/ মনের কৌতূহল ও জিজ্ঞাসার নিবৃত্তি ও অন্বেষণ/ বহির্জগতের সঙ্গে বাস্তবযোগ। প্রত্যক্ষ অভিজ্ঞতা। ইতিহাস, ভূগোলের কেতাবি জ্ঞানের অস্বচ্ছতা দূর হয়/ একঘেয়েমির ক্লান্তি দূর হয়/  মানবজীবনের বিভিন্ন বিষয় যা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে আছে, তার সম্পর্কে পূর্ণাক্ষাতার বোধ। বৈচিত্র্যের উপলব্ধি/ অচেনা মানুষ ও প্রকৃতির সান্নিধ্য]

৮.২ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো :

শক্তির সন্ধানে মানুষ

অঙ্গার সম্পদ কিংবা মাটির তেল চিরদিন থাকবে না। ভাণ্ডার হতে যা খরচ হয়, তার প্রতিপূরণ হচ্ছে না। যে অবস্থায় এইসব সম্পদ সঞ্চয় সম্ভব হয়েছিল, সময়ের সঙ্গে তারও হয়েছে আমূল পরিবর্তন। তাই আজকের সাবধানী মহলে শোনা যায় সতর্কতার বাণী। আর কতকাল অঙ্গার বা তেল মনুষ্য সমাজের নিত্যবর্ধমান চাহিদা জোগাতে পারবে তারও হিসেব হচ্ছে মাঝে মাঝে, আর মানুষ ছুটছে নতুন কয়লাখনির সন্ধানে, নতুন তেলের উৎস মাটির বাইরে আনতে। 

৮.৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো :

বিতর্কের বিষয় : ‘আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য’

মতের পক্ষে : আধুনিক সভ্যতায় অধিকাংশ পরিবার ছোটো পরিবার। বেশিরভাগ পরিবারে সন্তানসংখ্যা একটি। আবার শিক্ষা ও জীবিকার তাগিদে তাদের অনেকেই পাড়ি দেয় বিদেশে। যাদের সন্তান দীর্ঘকাল বা আজীবন বিদেশে থাকতে বাধ্য হয় বা স্বেচ্ছায় বেছে নেয় প্রবাসী জীবন, তাদের পিতা-মাতার জীবনে নিত্যসঙ্গী একাকিত্ব, যা প্রবাসী সন্তানকেও চিন্তিত করে তোলে।

বৃদ্ধবয়সে অবসর যাপনের জন্য প্রয়োজন সমবয়স্ক সঙ্গীর। বৃদ্ধাবাসে প্রায় কাছাকাছি বয়সের অনেক মানুষ একত্রে থাকেন। পারস্পরিক সাহচর্য তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। সুতরাং সন্তানের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়ে একাকিত্বের যন্ত্রণা ভোগ না করে বয়স্ক মানুষের বৃদ্ধাশ্রমনাসের সিদ্ধান্তই শ্রেয়।

আরো পড়ুন :  উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ২০১৬, WB HS Bengali Question 2016

৮.৩ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :

বেগম রোকেয়া

জন্ম : ৯ ডিসেম্বর, ১৮৮০, বর্তমান বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে।

পিতা : জহীরুদ্দিন আবু আলী হায়দার সাবের

মাতা : রাহাতুন্নেসা চৌধুরী

সমসাময়িক সমাজ : পর্দাপ্রথা প্রচলিত। খানদানি ফারসি বা উর্দু ভাষা শেখা যাবে। বাংলা বা ইংরেজি নয়।

পারিবারিক বৃত্ত ও শিক্ষালাভ : রক্ষণশীল পরিবার। দিদি করিমুন্নেসা এবং দাদা ইব্রাহিম সাবেরের প্রেরণা ও সহযোগিতায় বাংলা ও ইংরেজি শিক্ষা।

বিবাহ : ১৬ বছর বয়সে, পাত্র সৈয়দ সাখাওয়াত হোসেন। ওড়িশা কণিকা স্টেটের ম্যানেজার।

বিবাহিত জীবন : স্বামীর কাছে ইংরেজি শিক্ষা। লিখলেন ‘Sultana’s Dream’, লেখিকা হিসেবে আত্মপ্রকাশ। দুই কন্যা। ১৯০৯ খ্রিস্টাব্দে সাখাওয়াতের মৃত্যু।

সাহিত্য রচনার উদ্দেশ্য : দেশহিত ও মানুষের মঙ্গলসাধন।

সাহিত্যকৃতি : পিপাসা, মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী।

উল্লেখযোগ্য কীর্তি : সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল (১৯১১), ‘নিখিলবঙ্গ মুসলিম মহিলা সমিতি’ বা ‘আঞ্জুমন-ই খাওয়াতীনে ইসলাম’ (১৯১৬)। 

মৃত্যু : ১৯৩২ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর।

বিভাগ : খ (নম্বর : ৩০)

১। সঠিক বিকল্পটি নির্বাচন করো :

১.১ “মৃত্যুঞ্জয় একতাড়া নোট নিখিলের সামনে রাখল।” – টাকাটা – (ক) নিখিলকে ধার দেবে, (খ) রিলিফ ফান্ডে দেবে, (গ) নিখিলকে ঘুষ দেবে, (ঘ) অফিসের সকলকে ভূরিভোজ করাবে।

১.২ কালো বিড়ালের লোম আনতে গেছে” – (ক) ভজন চাকর, (খ) বড়ো পিসিমা, (গ) উচ্ছব, (খ) বড়ো বউ।

১.৩ “রক্তের অক্ষরে দেখিলাম”- (ক) মৃত্যুর রূপ, (ঘ) প্রকৃতির রূপ, (গ) আপনার রূপ, (ঘ) রূপনারানের রূপ।

১.৪ “অবসন্ন মানুষের শরীরে দেখি” – (ক) ধুলোর কলঙ্ক, (খ) অপমানের কলঙ্ক, (গ) পোড়া দাগ, (ঘ) চাঁদের কলঙ্ক।

১.৫ “ পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।”— উক্তিটি করেছেন – (ক) অমর, (খ) বৌদি, (গ) শম্ভু, (ঘ) নাট্যকার।

অথবা, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন – (ক) পুলিশে, (খ) ডাক বিভাগে, (গ) জাহাজে, (ঘ) কলেজে।

১.৬ “যাও যাও –এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি?” গানটি হল- (ক) ভালোবেসে সখী নিভৃত যতনে’, (খ) ‘আলো আমার আলো’, (গ) ‘ঐ মহামানব আসে’ (ঘ) মালতী লতা দোলে।’

অথবা, “যারা বলে ‘নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প – তারা সব” – (ক) ভেড়া, (খ) গাধা, (গ) বোকা, (ঘ) চালাক।

১.৭ বলো বলো বলো সবে’- গানটি লিখেছেন- (ক) কাজী নজরুল ইসলাম, (ঘ) রজনীকান্ত সেন, (গ) দ্বিজেন্দ্রলাল রায়, (ঘ) অতুলপ্রসাদ সেন

১.৮ ‘মেঘে ঢাকা তারা’ ছায়াছবিটি তৈরি করেছেন – (ক) সত্যজিৎ রায়, (খ) মৃণাল সেন, (গ) উত্তমকুমার, (ঘ) ঋত্বিক ঘটক। 

১.৯ রূপমূল হল – (ক) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক, (খ) পদের গঠনবৈচিত্র, (গ) শব্দার্থের উপাদান, (ঘ) ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক।

১.১০ মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের – ” – (ক) বমি হয়, (খ) ঘুম পায়, (গ) রাগ হয়, (ঘ) শরীরে তার প্রতিক্রিয়া হয়।

আরো পড়ুন :  উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ২০১৭, WB HS Bengali Question 2017

১.১১ বড়ো বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় — (ক) বামুন চাকর ঝি-দের জন্য, (খ) মেজ আর ছোটোর জন্য, (গ) বড়োবাবুর জন্য, (ঘ) নিরামিষ ভাল তরকারির সলো খাবার জন্যে। 

১.১২ ‘…বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে – (ক) পউষে বাদলা, (খ) ডাওর, (গ) ফাঁপি, (ঘ) ঝড়-বৃষ্টি।

১.১৩ “রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো”- (ক) কবির হৃদয়ের রং, (খ) আকাশের রং (গ) সূর্যের আলোর রং (ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং।

১.১৪ ‘ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? – (ক) আমপাতা জামপাতা’ (ঘ) সর্ষে ক্ষেত, (গ) ধানক্ষেত থেকে‘, (ঘ) জলপাই কাঠের এসরাজ’।

১.১৫ ‘নানা রঙের দিন’ নাটকটিতে চরিত্র আছে- (ক) একটি, (ঘ) দুটি, (গ) তিনটি (ঘ) পাঁচটি। 

অথবা, “বহুরূপী তখন লাটে উঠবে”— ‘বহুরূপী’ একটি – (ক) বিদ্যালয়, (খ) পাঠশালা, (গ) নাট্যগোষ্ঠী, (ঘ) গ্রাম।

১.১৬ “সাত বছরের যুদ্ধ জিতেছিল”– (ক) দ্বিতীয় ফ্রেডারিক, (খ) আলেকজান্ডার, (গ) সিজার, (ঘ) ফিলিপ।

অথবা, বলী কান্ধারী ছিলেন একজন– (ক) ধনী ব্যক্তি, (খ) দরবেশ, (গ) গৃহী ব্যক্তি, (ঘ) ভীরু ব্যক্তি।

১.১৭ অভিধানে ‘পট’ শব্দটির অর্থ- (ক) পতাকা, (খ) পুস্তক, (গ) চিত্র, (ঘ) সংগীত। 

১.১৮ উষ্মধ্বনিটি হল- (ক) ত (খ) শ্, (গ), (ঘ) ল্

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :

২.১ দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও।

২.২ যুক্তধ্বনি বলতে কী বোঝো? 

২.৩ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কী কী?

২.৪ “বিরাট আর্মাডা যখন ডুবল” – ‘আর্মাডা’ কী?

অথবা, কীভাবে ঝর্নার জল বেরিয়ে এসেছিল?

২.৫ “খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়?” – কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়?

অথবা, ‘নানা রঙের দিন’ নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে, তা নিজের ভাষায় লেখো। 

২.৬ ওড়িয়া নাটকে দূত ঘোড়ায় চড়ার অভিনয় কীভাবে করে?

অথবা, “আপনি বামুন মানুষ, মিছে কথা বলব না।” –  বক্তা কোন সত্যি কথাটি বলেছিল?

২.৭ ‘আমি দেখি’—কবি কী দেখতে চান?

২.৮ “…গভীর, বিশাল শব্দ,” – কী গভীর এবং সেখানে কীসের শব্দ হয়?

২.৯ “মোরগফুলের মতো লাল আগুন; ” – এখানে কোন আগুনের কথা বলা হয়েছে ?

২.১০ “কঠিনেরে ভালোবাসিলাম,” – কবি কেন ‘কঠিন’-কে ভালোবাসলেন?

২.১১ বিঙেশাল চাল এবং রামশাল চান কী কী দিয়ে খায়?

২.১২ নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন?


উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ২০১৫, WB HS Bengali Question 2015

Table of Contents

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!